বিবিসি ১০০ নারী: আফগান নারীর চোখে আফগানিস্তানের ভবিষ্যৎ
বিবিসি ১০০ নারী: আফগান নারীর চোখে আফগানিস্তানের ভবিষ্যৎ
এবছর বিবিসি ১০০ নারীর যে তালিকা প্রকাশ করেছে তার অর্ধেকই আফগান।
মাহবুবা সেরাজ আফগানিস্তানের একজন প্রখ্যাত নারী আন্দোলনকারী এবং সাংবাদিক। তিনি 'আফগানিস্তানের দাদী' হিসেবেও পরিচিত।
তালেবান ২০২১ সালের অগাস্টে ক্ষমতায় আসার পরেও তিনি দেশ ছেড়ে চলে যাননি। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে তিনি আফগান নারীদের কথা তুলে ধরছেন।
রাজধানী কাবুলে তিনি বিবিসির ইয়ালডা হাকিমকে এই সাক্ষাৎকারটি দিয়েছেন।