চাঁদের বুকে 'রহস্যময় কুঁড়েঘর' খুঁজে পেল চীনা রোভার
চাঁদের বুকে 'রহস্যময় কুঁড়েঘর' খুঁজে পেল চীনা রোভার
চাঁদের যে পাশটি সবসময় অন্ধকারে ঢাকা থাকে সেখানে এক রহস্যময় বস্তুর ব্যাপারে চীনের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন।
চীনের ইউটু-২ রোভার গত নভেম্বর মাসে কুঁড়েঘর সদৃশ্য চৌকোনা এই বস্তুটি প্রথম দেখতে পায়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় আকারের কোন পাথর হতে পারে।