ইমরান খানের আলটিমেটাম- ছয় দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা না দিলে রাজধানী অবরোধ
ইমরান খানের আলটিমেটাম- ছয় দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা না দিলে রাজধানী অবরোধ
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে হুমকি দিয়েছেন ছয়দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা না দিলে তিনি সারা দেশে থেকে মানুষজন নিয়ে ইসলামাবাদ অবরোধ করবেন।
নতুন নির্বাচনের দাবিতে তার রাজধানী মুখী 'আজাদি মার্চ' স্থগিত করে তিনি এই আলটিমটাম দেন।
কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ই হুমকিতে কান দেবেন তার বিন্দুমাত্র কোনো লক্ষণ এখনো নেই।
শাকিল আনোয়ারের রিপোর্ট।