BBC navigation

বামপন্থী নেতা এবং সাংবাদিক নির্মল সেনের জীবনাবসান

সর্বশেষ আপডেট মঙ্গলবার, 8 জানুয়ারি, 2013 13:20 GMT 19:20 বাংলাদেশ সময়

বাংলাদেশের প্রবীণ বামপন্থী রাজনীতিক এবং সাংবাদিক নির্মল সেন দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভোগার পর মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

নির্মল সেন শ্রমিক কৃষক সমাজবাদী দল নামের একটি ক্ষুদ্র বামপন্থী দলের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এক উল্লেখযোগ্য সময় কাজ করেছেন অধুণালুপ্ত দৈনিক বাংলা পত্রিকায়।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই পত্রিকায় লেখা তাঁর এক উপসম্পাকীয় নিবন্ধ 'স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই' সে সময়ের রাজনীতিতে আলোড়ন তুলেছিল।

নির্মল সেন ছিলেন অকৃতদার। শেষ জীবনে বার্ধক্যজনিক নানা রোগে দুর্বল হয়ে পড়ার পর তাকে গোপালগঞ্জে গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি।

কিন্তু সম্প্রতি অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ঢাকায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻