BBC navigation

বারাক ওবামার অভিষেক ভাষণ

সর্বশেষ আপডেট মঙ্গলবার, 22 জানুয়ারি, 2013 01:12 GMT 07:12 বাংলাদেশ সময়
obama

ওবামার শপথ গ্রহণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট হিসেবে ২য় মেয়াদে দায়িত্ব নেওয়ার অভিষেক ভাষণে মি. ওবামা আগামী চার বছরে তার কর্মপরিকল্পনা জনতার সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেন।

সে সময় তিনি বলেন আমাদের যাত্রা সম্পূর্ণ হয়নি।

এক দশক ধরে চলা যুদ্ধে অবসান এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়া শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন আমেরিকানদের সম্ভাবনা অসীম। এ

বং তিনি আমেরিকানদের সেই মুহূর্তকে কাজে লাগানোর আহবান জানান।

মি. ওবামার প্রায় ১৮ মিনিটের এই ভাষণ দানকালে সেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জিমি কার্টার, অনেক কংগ্রেস নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিনি স্বাস্থ্য সেবা নিয়ে বলেন রিপাবলিকানরা যে সিদ্ধান্তের বিরোধিতা করেছিল সেটা বরং আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে।

ভাষণ শেষে ঐতিহ্য অনুযায়ী উপস্থিত জনতার মধ্য দিয়ে হেঁটে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা হোয়াইট হাউসে প্রবেশ করেন।

এর আগে রোববার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিক শপথ নিয়েছিলেন তিনি।

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻