রাশিয়ায় সংযুক্ত হতে ক্রাইমিয়ায় ভোটারদের সমর্থন

ছবির উৎস, AP
গণভোটের পর ক্রাইমিয়ায় নাগরিকদের উল্লাস
ক্রাইমিয়াতে গণভোটে অধিকাংশ মানুষ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়া ফেডারেশনে সঙ্গে যুক্ত হবার পক্ষে মত দিয়েছে। কর্মকর্তারা জানাচ্ছেন, এ পর্যন্ত অর্ধেক ভোট গণনা করা হয়েছে এবং এর মধ্যে পঁচানব্বই শতাংশেরও বেশি ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হবার পক্ষে মত দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই গণভোটের কঠোর সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।
ছবির উৎস, AP
সিমফেরোপোলের লেনিন স্কোয়ারে জনতার সমাবেশ
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই গণভোটকে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ বলে দাবী করেছেন।
গণভোটের পর ক্রাইমিয়ার মুল শহর সিমফেরোপোলের লেনিন স্কয়ারে সমবেত হয়ে হাজার হাজার মানুষ আনন্দ উৎসব করেছে।
ক্রাইমিয়া অঞ্চলটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সের্গেই আকসেনভ, ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন যে, ক্রাইমিয়া যত দ্রুত সম্ভব রাশিয়ার সাথে সংযুক্ত হবে।
মি. আকসেনভ জানিয়েছেন, সোমবার ক্রাইমিয়ার পার্লামেন্ট সদস্যদের একটি দল নিয়ে তিনি মস্কো যাবেন এবং সেখানে গিয়ে তিনি রুশ ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবার প্রক্রিয়া শুরু করবেন। এছাড়া ক্রাইমিয়াতে সামনের সপ্তাহের মধ্যে ইউক্রেনের মুদ্রা হৃভনিয়ার সাথে সাথে রুশ মুদ্রা রুবল চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন।
ছবির উৎস, Getty
রাশিয়া ফেডারেশনে সংযুক্ত হতে রোববার গণভোট হয়
তবে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের আপত্তি হুমকি উপেক্ষা করেই ইউক্রেন থেকে বিছিন্ন হয়ে, রাশিয়া ফেডারেশনে যোগ দেয়ার পক্ষে, ক্রাইমিয়াতে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর, ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে নেতৃবৃন্দ জানিয়েছেন তারা রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছেন।
ডাচ পররাষ্ট্রমন্ত্রী ফ্রানস টিমেরম্যান বলেছেন, এখন পর্যন্ত রাশিয়ার আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর জবাবে এখন অবরোধ আরোপের কথা ভাবা হচ্ছে, আর এ ধরণের অবরোধে সব সময় সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। কিন্তু এখন একমাত্র রুশ নাগরিকেরাই এই পরিস্থিতি ঠেকাতে পারে।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি ক্রাইমিয়ার জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাবেন।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।