আইএসের বিরুদ্ধে বিমান হামলায় আগ্রহী আরব দেশগুলো

ছবির উৎস, AFP
আইএসের বিরুদ্ধে সামরিক জোট গঠনের উদ্দেশ্যে গত কয়েকদিন মধ্যপ্রাচ্য সফর করেন মি. কেরি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, কয়েকটি আরব দেশ ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামালায় যোগ দেবার প্রস্তাব দিয়েছে। তবে তিনি বলেন, এটি নির্ভর করবে ইরাকি সরকারের অনুমোদনের ওপর।
মি. কেরি বলেন, মধ্যপ্রাচ্যের ভেতরে এবং বাইরে থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক সহায়তার যে প্রতিশ্রুতি তিনি পেয়েছেন, তাতে তিনি খুবই আশাবাদী।
বেশ কয়েকটি দেশ সেনা পাঠানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বলে জানান জন কেরি।
আইএস জঙ্গিদের ঠেকানো এবং ইরাকি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ একটি সম্মেলন শুরু হবার কথা রয়েছে ফ্রান্সে।
প্যারিসে সাংবাদিকদের কথা বলার সময় মি. কেরি জানিয়েছেন, কোন দেশ কি সহায়তা দেবে সেই তথ্য এখনি তিনি সকলকে জানিয়ে দিতে চান না। তবে তিনি এটুকু স্পষ্ট করেই বলেছেন যে, বিদেশী সেনা সহায়তা এখনি তারা চান না।
ব্রিটিশ একজন নাগরিককে আইএস জঙ্গিরা গতকালই শিরচ্ছেদ করে। ফলে, ব্রিটেনও ঘোষণা দিয়েছে যে, আইএস-কে ঠেকাতে যেকোন ব্যবস্থাই নিতে প্রস্তুত ব্রিটিশ সরকার।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: যৌন অপরাধীর পরিচয় আর নারী কাজি নিয়ে প্রশ্ন
গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে, দু'জনেরই নাম-ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।