ইরাকে আইএস জঙ্গীদের ওপর ফ্রান্সের প্রথম বিমান হামলা

ইরাকের উত্তর-পূর্বে আইএস অবস্থানের ওপর আঘাত হেনেছে ফরাসী বিমান
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দের কার্যালয় থেকে জানানো হয়েছে. ইরাকে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে ফ্রান্স তাদের প্রথম বিমান হামলাটি চালিয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ফরাসী বিমান ইরাকের উত্তর-পূর্বে আইএস অবস্থানের ওপর আঘাত হেনেছে।
সামনের দিনগুলোতে আরও হামলা চালানো হবে বলেও জানিয়েছে ফ্রান্স।
সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে ফ্রান্সের যুদ্ধবিমানগুলো গত সোমবার থেকেই ইরাকে পর্যবেক্ষণ চালিয়ে আসছিল।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ ইরাকের কাছ থেকে বিমান হামলার সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: যৌন অপরাধীর পরিচয় আর নারী কাজি নিয়ে প্রশ্ন
গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে, দু'জনেরই নাম-ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।