স্কটল্যান্ডে গণভোটের ফল প্রকাশ শুরু, দুটি এলাকায় না ভোট

ছবির উৎস, Getty
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের পর প্রথম দুটি এলাকার ফলাফল জানা গেছে।
প্রাথমিক ফলাফলে বলা হচ্ছে ক্লাকম্যানানশায়ার ও ওর্কনি’র জনগণ না ভোট দিয়ে ইংল্যান্ডের সাথে থাকার পক্ষে রায় দিয়েছে।
তবে এই দুটি এলাকার লোকসংখ্যা খুব কম। দেশটির রাজনীতিবিদরা এটাকে গণতন্ত্রের জন্য এক অনুপ্রেরণার দিন বলে বর্ণনা করছেন।
৩০০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সাথে থাকবার পর স্কটল্যান্ড আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তাই নির্ধারিত হতে যাচ্ছে গণভোটের মাধ্যমে।
স্কটিশরা হ্যাঁ অথবা না ভোট দিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন এই ভোটে।
বৃহস্পতিবার গণভোটে অংশ নিয়েছে সেখানকার চল্লিশ লাখের বেশি ভোটার।
স্বাধীনতার প্রশ্নে কি সিদ্ধান্ত নিলো স্কটিশরা, সেই উত্তর জানা যাবে আরো কয়েকে ঘণ্টা বাদে।
এই গণভোটে অংশ নিতে ৯৭ শতাংশ ভোটার নাম তালিকাভুক্ত করেছেন।
স্কটল্যান্ডের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা আগে আর কখনই দেখা যায়নি।
এই প্রথমবারের মত ১৬ এবং ১৭ বছর বয়সী ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।