গার্মেন্টস-এ বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

পোশাক কারখানায় কর্মরত শ্রমিক
বাংলাদেশের সরকার ঈদ-উল ও দুর্গাপূজার আগে সব গার্মেন্টস কারখানায় আগামী ২৮শে সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা ও ২রা অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করার জন্য গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছে।
ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে রোববার গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের পর শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, এই দুই উৎসবের আগে শ্রমিকরা যাতে সঠিক সময়ে বেতন-ভাতা পান, সে বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন।
চাঁদ দেখার সাপেক্ষে আগামী ৫ই অক্টোবর থেকে ৭ই অক্টোবর ঈদের ছুটি হওয়ার কথা রয়েছে। তার আগে ৪ঠা অক্টোবর বিজয়া দশমীর ছুটি উৎযাপিত হবে। শ্রম প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের বাড়ি ফেরার সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কারখানাগুলিতে একদিনে ছুটি না দিয়ে পর্যায়েক্রমে ছুটির ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে।
ত্রিপক্ষীয় বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, শিল্প পুলিশ, শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: যৌন অপরাধীর পরিচয় আর নারী কাজি নিয়ে প্রশ্ন
গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে, দু'জনেরই নাম-ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।