বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলছে

ছবির উৎস, focusbangla
রোববার রাতে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান
বাংলাদেশে জাতীয় সংসদকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দিয়ে করা ষোড়শ সংশোধনী বাতিলের দাবীতে আজ হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
গত শনিবার ২০ দলীয় জোট এ হরতালের ঘোষণা দেয়।
বিএনপি বলছে, সংবিধান সংশোধন বিচারব্যবস্থাকে আওয়ামীলীগের অধীনে আনার একটি প্রক্রিয়া এবং এটি বাতিলের দাবীতেই তারা আজ হরতাল আহ্বান করেছে।
গত শনিবার একটি সংবাদ সম্মেলনে হরতাল ঘোষণার পাশাপাশি সংবিধান সংশোধনে এই সংসদের নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
শান্তিপূর্ণভাবে হরতাল পালনের প্রতিশ্রুতি দিয়ে এবং এতে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে রোববার একটি বিবৃতি দেন মি. আলমগীর।
বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৫ই জানুয়ারির নির্বাচন বর্জনের পর এই প্রথম কোন হরতাল পালন করছে।
এদিকে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেবার প্রতিবাদে আইনজীবীদের একটি বড় অংশ আজ সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জন করার ঘোষণা দিয়েছে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: যৌন অপরাধীর পরিচয় আর নারী কাজি নিয়ে প্রশ্ন
গণমাধ্যমে নিহত মেয়ে এবং অভিযুক্ত ছেলে, দু'জনেরই নাম-ঠিকানা এমনকি ছবি প্রকাশ পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।