tarique_anam_khan
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

এ সপ্তাহের সাক্ষাৎকার: তারিক আনাম খান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং নাট্যনির্দেশক তারিক আনাম খান। অভিনয় জগতে পথচলা দীর্ঘ প্রায় চার দশক যাবত।

মেধাবী এই অভিনেতার জন্ম সাতক্ষীরা জেলায়। ছোটবেলায় পারিবারিক পরিমন্ডল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়।

মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র এই তিনক্ষেত্রেই পদচারণা থাকলেও নিজের প্রথম পছন্দ হিসেবে দেখেন মঞ্চকেই। তার নাটকের দল 'নাট্যকেন্দ্র' এবছরই ২৫ তম জয়ন্তী উদযাপন করছে।

তারিক আনাম খান এসেছিলেন ঢাকায় বিবিসি বাংলার স্টুডিওতে। তার সাক্ষাৎকার নিয়েছেন মীর সাব্বির।