ব্লগার হত্যাঃ কেউ ধরা না পড়ায় পরিবারের হতাশা

ছবির উৎস, Focus Bangla
ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি হত্যার প্রতিবাদে শনিবার ঢাকায় মশাল মিছিল
বাংলাদেশে শুক্রবার ব্লগার নীলাদ্রি চ্যাটার্জিকে তার নিজের বাড়িতে কুপিয়ে হত্যা করার পর একদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই ঘটনায় গতকাল রাতেই চারজন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার।
পুলিশ বলছে, হত্যার ঘটনা তদন্তে পুলিশের পাশাপশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
ছবির উৎস, Facebook
নিহত ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসীর-উল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, তদন্তে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার পূর্ব অঞ্চলের কর্মকর্তারা কাজ করছেন।
তবে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবার পরেও কাউকে গ্রেপ্তার করতে না পারাকে এখুনি পুলিশের ব্যর্থতা হিসেবে স্বীকার করতে চাননি এ কর্মকর্তা।
“ব্লগার হত্যার কয়েকটি ঘটনা ঘটেছে সত্য। কিন্তু আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এ মামলায় অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে আমরা কাজ করছি, এবং এক্ষেত্রে কোন কোন গাফিলতি আমরা করবো না।”
গত কিছুদিন ধরেই হুমকি পাওয়ার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নীলাদ্রি আড়াই মাস আগে জিডি করতে গেলেও থানা তা নেয়নি বলে ফেইসবুকে এক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন।
ছবির উৎস, AFP
নিহত ব্লগার নীলাদ্রি চ্যাটার্জির স্ত্রী আশা মনি
তবে ঘটনার পর গতকাল রাতেই অজ্ঞাত চারজন ব্যক্তির নামে ঢাকার খিলগাও থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী আশা মনি। কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন তিনি।
“যার ব্যথা সেই জানে। কিন্ত আদৌ বিচার পাবো কিনা, তা নিয়ে সংশয়ে আছি। আজকে এত ঘন্টা পার হয়ে যাবার পর, এখনো একজনকেও পুলিশ ধরতে পারলো না। ফলে আমি জানি না আমি সঠিক বিচার পাবো কিনা।”