http://www.bbcbengali.com

পাকিস্তান ভারতে শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের উত্তরাঞ্চল এবং ভারতে একটি শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে । রিখটার স্কেলে সাত দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পে অন্তত বারোশ‘ জন নিহত হয়েছেন বলে জানা গেছে ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকাত আজিজ বিবিসিকে বলেন, তার দেশ এখন এক বিশাল বিপর্যয় সামাল দিচ্ছে ।

ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল পাকিস্তান শাসিত কাশ্মির । সেখানকার প্রধান শহর মুজাফফরাবাদে অনেক ভবন ধ্বসে পড়েছে । খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তানের উত্তরে কয়েকটি গ্রাম পুরো ধ্বংস হয়ে গেছে, অনেক সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে এবং টেলিফোন লাইনও কাজ করছেনা ।

ইসলামাবাদে ধ্বসে পড়া এপার্টমেন্ট ভবনে পরিদর্শনকালে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেন, এই বিপর্যয় জাতির জন্যে একটি পরীক্ষা ।