নিরাপত্তার শঙ্কায় ইংলিশ ক্রিকেট ভক্তরা বাংলাদেশ সফরের বিরোধী

ইংল্যান্ডের মঈন আলী এবং ক্রিস জর্ডান দলে নির্বাচিত হলে বাংলাদেশ যাওয়া নিশ্চিত করেছেন।

ছবির উৎস, গেটি ইমেজেস

ছবির ক্যাপশান,

ইংল্যান্ডের মঈন আলী এবং ক্রিস জর্ডান দলে নির্বাচিত হলে বাংলাদেশ যাবেন বলে নিশ্চিত করেছেন।

ইংল্যান্ড সমর্থকদের দল 'বার্মি আর্মি' হুঁশিয়ার করছে, আগামী মাসে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় ফ্যানদের সে দেশ সফর করা 'খুবই ঝুঁকিপূর্ণ' হবে।

ভক্তদের দল বেঁধে বাংলাদেশ সফরে আগ্রহও কম বলে সংগঠনটি বলছে।

তবে 'বার্মি আর্মি' বলছে, প্লেয়ারদের মতো যদি ফ্যানদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়, তাহলে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ সফর অব্যাহত রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশে গুলশান হামলা এবং বিদেশিদের ওপর হামলার ঘটনার পর তাদের এই সফরটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তে সেটি কেটে গেলো।

সম্প্রতি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করে যায় ইংল্যান্ডের একটি দল।