ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

ছবির উৎস, Focus Bangla
বাংলাদেশ দলের ব্যাটিং
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনলো স্বাগতিক বাংলাদেশ।
ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ সফরকারি দলকে ৩৪ রানে পরাজিত করেছে।
এর ফলে সিরিজে ১-১ সমতা ফিরে এলো।
প্রথম ম্যাচে হেরে যাওয়ার কারণে বাংলাদেশের জন্যে আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো।
প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৮ উইকেটে ২৩৮।
শুরুতে ব্যাটসম্যানরা খুব একটা ভালো খেলতে পারেন নি।
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ১৪ এবং ইমরুল কায়েস ১১ রান করেই আউট হয়ে যান।
এক পর্যায়ে মনে হয়েছিলো বাংলাদেশ খুব বেশি রান করতে পারবে না। এক পর্যায়ে মনে হয়েছিলো বাংলাদেশ হয়তো ২০০ রান পার হতে পারবে না।
কিন্তু মাহমুদুল্লাহ আর অধিনায়ক মাশরাফি তাদের ব্যাটিং-এর মাধ্যমে দলটিকে শেষ পর্যন্ত মোটামুটি একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যায়।
দলের মোট সংগ্রহে মাহমুদুল্লাহ ৭৫ আর মাশরাফি বিন মুর্তজা ৪৪ রান যুক্ত করেন।
তারপরেও এই সংগ্রহ স্বাগতিক দলের জন্যে খুব একটা আস্থা এনে দিতে পারেনি।
কারণ প্রথম ওয়ানডের তুলনায় এই সংগ্রহ খুবই কম। প্রথম ম্যাচে ইংল্যান্ড করেছিলো ৩০৮ রান। সেই ম্যাচও জিততে জিতে হেরে যায় বাংলাদেশ।
কিন্তু ইংল্যান্ড দলও খেলতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে থাকে। বিশেষ করে মাশরাফির দুর্ধর্ষ বোলিং-এর কারণে।
পতন ঘটতে থাকে একের পর এক উইকেটের। প্রথম ১০ ওভারেই হারিয়ে ফেলে চারটি উইকেট।
শেষ পর্যন্ত ৪৪ ওভার ৪ বলে ২০৪ রান করতেই ইংল্যান্ডের সবাই আউট হয়ে যান।
অধিনায়ক জস বাটলার সর্বোচ্চ ৫৭ রান করেছেন।
বাংলাদেশের জয়ের নায়ক অধিনায়ক মাশরাফি। তিনি চারটি উইকেটও নিয়েছেন।
আর খেলা শেষে যখন প্লেয়ার অব দ্যা ম্যাচের নাম ঘোষণা করা হয় তখন উঠে আসে জয়ী দলের এই অধিনায়কের নামটিই।
আগামী বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ।