সাতশোর বেশি মানুষ এরই মধ্যে নাগরিকত্ব গ্রহণ করেছে বা গ্রহণ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আরো অনেকে নাগরিকত্ব পেতে আবেদন করেছেন। শিথিল করা হয়েছে শর্তও।
আগামী ১৫ দিনের মধ্যে 'প্রজাতন্ত্রের মূল্যবোধের সনদ' মেনে নিতে ফ্রান্সের ইসলামী নেতাদের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। ইসলামপন্থী তিনটি সাম্প্রতিক হামলার পর এই সিদ্ধান্ত জানালো ফ্রান্স।
এ সময় মঞ্চে উপস্থিত ব্যক্তিরা সংসদ সদস্যকে ঘিরে উচ্চস্বরে শ্লোগান দিতে থাকে। শ্লোগান শান্ত হয়ে আসলে সংসদ সদস্য লিয়াকত আবারও মাইকের সামনে সামনে দাঁড়িয়ে তার কথার পুনরাবৃত্তি করেন।
ইসলাম সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর মন্তব্যের পর বিভিন্ন মুসলিম দেশে ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। পাকিস্তান, তুরস্ক এবং মৌরিতানিয়ার তিনজন নারী বিবিসিকে বলছেন কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।